কনক মজুমদার:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটিতে দীর্ঘদিনেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। স্বাধীনতা পরবর্তী সড়কটিতে হয়নি সংস্কার। উক্ত সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকগণ।
বুধবার সকালে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় লোকজন জানান স্বাধীনতার ৫৪ বছর পার হলেও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১ কিলোমিটার সড়কে উন্নয়নের ছোঁয়া না লাগায় শিক্ষার্থী, বয়স্ক লোকজন, রোগী ও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই।
এলাকাবাসীর অভিযোগ বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোন পরিত্রান পায়নি এ সড়কে চলাচলরত পথচারী ও পাশ^বর্তী এলাকার মানুষ।
বর্ষা মৌসুমে সড়কে কাদা পানি থাকায় স্কুলে অনিয়মিত হচ্ছে শিক্ষার্থীরা, ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। রোগীদের যাতায়াতের ক্ষেত্রে এই সড়ক যেনো মারণফাঁদ। মাটির সড়কে দুর্ঘটনার ভয়ে চলাচল করতে চায় না কোনো যানবাহন। বিলম্বিত হচ্ছে স্বাস্থ্যসেবা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম ও জাহাঙ্গীর আলম বলেন, এটি বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তা। বৃষ্টি হলেই কাদাপানিতে নিমজ্জিত হয়ে যায় রাস্তাটি। শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, এতে এলাকার শিক্ষাব্যবস্থা চরম ক্ষতির মুখে পড়েছে। আমরা দ্রুত এ রাস্তাটির সংস্কার ও উন্নয়নের দাবি জানাই।
স্থানীয় ডাক্তার মোঃ আবদুল মান্নান জানান, এলাকার গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীদের অবস্থা খুবই করুণ। রাস্তা খারাপ হওয়ার কারণে যথাসময়ে যানবাহন পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এতে রোগীদের চিকিৎসা সেবায় চরম বিঘœ ঘটছে, এই রাস্তাটি সংস্কার হওয়া অতীব জরুরি।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এই রাস্তার কোনো উন্নয়ন হয়নি। রাস্তার পাশে দুটি মসজিদ ও একটি স্কুল রয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই পথে যাতায়াত করে। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে দ্রুততম সময়ে এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন, মাসুদ আলম ও মোঃ সোলেইমান বলেন আমাদের ৪নং ইছাপুর ইউনিয়নের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমরা উনার দৃষ্টি কামনা করছি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানাই আমাদের কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।