ইকবাল হোসেন:
লক্ষ্মীপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রামগঞ্জের ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমি ২০২৫ইং সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৪জন শিক্ষার্থীর মাঝে ২৭জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে।
২০১৭ইং সনে প্রতিষ্ঠার পর থেকে শতভাগ পাশের হার সমৃদ্ধ এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ ইং সনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ৬৪জন অংশগ্রহণ করে। ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৪২জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।
এছাড়া ২০২৪ ইং সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয়স্থান অর্জনসহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের সম্মানে ভূষিত হয় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি থেকে সম্প্রতি অনুষ্ঠিতব্য ২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৭ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। ফলাফলে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ট্যালেন্টপুলসহ ৯জন, মানবিক বিভাগ থেকে ৫জন শিক্ষার্থীর মধ্যে ৫জন ও বিজ্ঞান বিভাগের ৩৮ শিক্ষার্থীর মধ্যে ১৩জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করে।
দশম শ্রেণির শিক্ষার্থী নাফসান বিন মাহমুদের অভিভাবক মোঃ ফারুক হোসেন জানান, অত্র বিদ্যালয় থেকে ২০২৬ইং সনে আমার সন্তান ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পরীক্ষার্থী। আলহামদুলিল্লাহ উক্ত বিদ্যালয়ের ফলাফলে আমি সন্তুষ্ট। ভবিষ্যতেও ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি এ সফলতা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি। আমি এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূইয়ার সার্বিক সফলতা কামনা করছি।
ঢাকায় অবস্থানরত রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামের বাসিন্দা এমরান হোসেন জানান, শিক্ষাক্ষেত্রে ফরিদ আহমেদ ভূইয়া সাহেবের যে অবদান তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে রামগঞ্জ উপজেলার মানুষের জন্য উনার যে আন্তরিকতা তা অবশ্যই অনুকরনীয়। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যদি উনার মতো এলাকার মানুষের জন্য চিন্তা করেন তাহলে এ সমাজ আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অধ্যক্ষ খোন্দকার আব্দুল মান্নান বলেন শিক্ষকদের ঐকান্তিক চেষ্টা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সচেতনতার কারণেই এ কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ফরিদ আহমদ ভূইয়া জানান আমাদের কঠোর পরিশ্রমের ফসল হিসাবে সফলতা ও আলোর মুখ দেখতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের ধারাবাহিক ফলাফলে আমি খুশি। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদেরও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ বলেন ফলাফলের দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন।