মাসুদ রানা মনি:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবদুর রহমান খাঁন শামিম। এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরিণ বিভাগের সচিব পদে পদায়ায়িত হয়েছেন।
এর পূর্বে তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব ছিলেন। মোঃ আব্দুর রহমান খাঁনের বাড়ি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ী (খাঁন বাড়ি)।
বাবার নাম প্রয়াত নুরের রহমান খাঁন এবং মাতার নাম মরহুমা সালেহা বেগম। ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক। স্ত্রী মুন্নি বেগম গৃহীনি।
তার এই কৃতিত্বে রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব ও তার শৈশবের প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রকাশক: মোহাম্মদ গোলাম রহমান। সম্পাদক: মাহমুদ ফারুক। অফিস: করিম টাওয়ার, বাগবাড়ি-লক্ষ্মীপুর। মোবাইল : ০১৭১২৭১৮০২০, ০১৩৩২৬৪৬০৩৬।
ই পেপার