বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-এর একটি অগ্রণী ইউনিট হিসেবে সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (২০জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কমিটির আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মো: আশরাফুল ইসলাম রাব্বি, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন আহমেদ সৈকত, মুখ্য সংগঠক মিজানুর রহমান, মুখপাত্র সুশানু ইসলাম দোলা।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন আরও একঝাঁক উদ্যমী ও মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনে ছাত্রদের অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করবে। সংগঠনের পক্ষ থেকে সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সব সময়ই ছাত্রদের স্বার্থ, অধিকার ও উন্নয়নের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
(প্রেস বিজ্ঞপ্তি)