July 13, 2025, 11:50 am
বিজ্ঞাপনঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘amarlakshmipur.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘amarlakshmipur.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘amarlakshmipur.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফিতে লড়বে লক্ষ্মীপুর রয়্যালস ; ট্রপি উন্মোচন রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা ইয়াসিন আলীর বাড়ীতে গ্রামীণ ভোজের আয়োজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সরকারি বাঙলা কলেজ সংসদ এর নতুন কমিটি রাত নামলেই নামে ওরা; গিলে খায় ফসলি জমির টপ সয়েল আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর স্মরণে দুআ ও ইফতার অনুষ্ঠান বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা: রাতের আঁধারে রেজুলেশন প্রস্তুতিতে এলাকাবাসীর বাঁধা রামগঞ্জ সরকারি হসপিটালে রোগী ও স্বজনদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়ার অনুষ্ঠান রমজানজুড়ে গণ ইফতার সাইনাল ভুঁইয়া বাড়িতে রামগঞ্জ পৌর এলাকার ৯ ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন স্মার্ট জহির

নারী জাগরণ ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুরাইয়া আক্তার

Reporter Name
  • Update Time : Friday, February 16, 2024
  • 333 Time View

ইকবাল হোসেন:
বাংলাদেশে নারী জাগরণ ও ক্ষমতায়নে সরকার অনেকটাই পূরণ করতে সক্ষম হয়েছে বলে জানান, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বরাত দিয়ে তিনি বলেন আমাদের মেয়েরা আর পিছিয়ে নাই। রাজনীতি থেকে খেলাধুলা, সবক্ষেত্রে এখন নারীরা সফলতার সাথে কাজ করছে। সাংবাদিকতা থেকে শিল্পকলা, সবক্ষেত্রে নারীরা সফল। রামগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী প্রার্থী সুরাইয়া আক্তার শিউলী এসব কথা বলেন।
রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো প্রার্থী হবেন সুরাইয়া আক্তার (শিউলি)।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের দেরি থাকলেও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আগাম প্রচারণা শুরু হয়েছে। ব্যানার-পোস্টার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।
সুরাইয়া আক্তার শিউলি রামগঞ্জ উপজেলা পরিষদে টানা দুইবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া আক্তার শিউলী দীর্ঘদিন নারীর অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। কান্তা নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে সেলাই প্রশিক্ষণসহ কর্মজীবি নারীর অধিকার নিয়ে সভা সেমিনারে উপস্থাপন ও নারীর উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করছেন।
তিনি জানান, নারীর সকল কাজে অংশগ্রহণ বেড়েছে। কিন্তু অংশীদারিত্ব বাড়েনি। সেখানে নজর দিতে হবে। তবেই নারীর অধিকার বাস্তবায়ন হবে। এছাড়াও জেলা শহরের বিভিন্ন উপজেলায় পথশিশুদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, সবার সহযোগিতা পেলে এবং কাজ করার সুযোগ পেলে আরও ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক কাজে নিজেকে আরো বেশি করে সম্পৃক্ত করতে চান বলেও জানান সুরাইয়া আক্তার শিউলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category