July 4, 2025, 12:10 am
বিজ্ঞাপনঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘amarlakshmipur.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘amarlakshmipur.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘amarlakshmipur.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফিতে লড়বে লক্ষ্মীপুর রয়্যালস ; ট্রপি উন্মোচন রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা ইয়াসিন আলীর বাড়ীতে গ্রামীণ ভোজের আয়োজন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সরকারি বাঙলা কলেজ সংসদ এর নতুন কমিটি রাত নামলেই নামে ওরা; গিলে খায় ফসলি জমির টপ সয়েল আল্লামা লুৎফর রহমান (রাহি:) এর স্মরণে দুআ ও ইফতার অনুষ্ঠান বিদ্যালয়ে না গিয়েই বেতন নিচ্ছেন লামনগর একাডেমির শিক্ষিকা: রাতের আঁধারে রেজুলেশন প্রস্তুতিতে এলাকাবাসীর বাঁধা রামগঞ্জ সরকারি হসপিটালে রোগী ও স্বজনদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়ার অনুষ্ঠান রমজানজুড়ে গণ ইফতার সাইনাল ভুঁইয়া বাড়িতে রামগঞ্জ পৌর এলাকার ৯ ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করলেন স্মার্ট জহির

কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফিতে লড়বে লক্ষ্মীপুর রয়্যালস ; ট্রপি উন্মোচন

Reporter Name
  • Update Time : Thursday, June 26, 2025
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটপ্রেমী দর্শকদের অন্যতম আকর্ষণ “কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফি”। ২০২৫ সালের আসরে এবার মাঠে নামছে লক্ষ্মীপুর জেলার গর্ব লক্ষ্মীপুর রয়্যালস। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, জনপ্রিয় এই দলটি আগামী ২৭ জুন (শুক্রবার) সকাল ৯ টায় শক্তিশালী প্রতিপক্ষ ব্যাকব্যাঞ্চার্স এর বিরুদ্ধে মাঠে নামবে। এরপর ২৮ জুন (শনিবার) সকাল সাড়ে ১০ টায় খেলবে আরেক শক্তিশালী প্রতিপক্ষ চট্টগ্রাম উইজার্ডের বিরুদ্ধে। ৪ জুলাই (শুক্রবার) একই সময়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যালস মাঠে নামবে নাইন্টিস মাস্টামাইন্ডস এর বিরুদ্ধে।
“কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫”-এ অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত সেই ৯টি দল, যারা কিংবদন্তী ক্রিকেট কার্নিভালের বিগত ৬টি আসরের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা এবং দলগত শক্তিমত্তা প্রমাণ করেছে। সেই তালিকায় এবারও অত্যন্ত দৃঢ় প্রত্যয়ে শামিল হয়েছে লক্ষ্মীপুর রয়্যালস।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে লক্ষ্মীপুর রয়্যালস। শুধু অংশগ্রহণই নয়, প্রতিটি আসরে তাদের খেলার মান, টিম স্পিরিট এবং নেতৃত্বগুণ প্রমাণ করেছে তারা ব্যতিক্রমী ও সফল একটি দল।
বিশেষ করে ‘আমরাই কিংবদন্তী’ আয়োজিত দেশের ইতিহাসের টেপ টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ আসর ‘কিংবদন্তী ক্রিকেট কার্নিভাল’-এর একাধিক মৌসুমে অংশগ্রহণ করে ফাইনালে জায়গা করে নেওয়ায় তাদেরকে এনে দিয়েছে কিংবদন্তীর মর্যাদা। ফলে নতুন এই টুর্নামেন্ট “চ্যাম্পিয়নস ট্রফি”-তে জায়গা করে নেওয়াটা ছিল কেবল মাত্র সময়েরই ব্যাপার।
২৭ ও ২৮ জুন এবং ৪ জুলাই, এই তিন দিন মাঠে নামবে লক্ষ্মীপুর রয়্যালস। সমান শক্তিশালী এবং অভিজ্ঞ ফাইনালিস্ট দলগুলো প্রতিপক্ষ হিসেবে থাকলেও লক্ষ্মীপুর রয়্যালস আত্মবিশ্বাসী তাদের কৌশল, প্রস্তুতি এবং অভিজ্ঞতা নিয়ে। দলের কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই এই আসরকে মনে করছেন একটি ভিন্ন মাত্রার লড়াই।
এবারের আসরের এই ম্যাচগুলো হতে চলেছে ক্রীড়ামোদীদের জন্য একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। এর পাশাপাশি জেলার ইতিহাস ও ঐতিহ্য বহনের একটি ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই টুর্নামেন্ট।
উল্লেখ্য, বাংলাদেশে টেপ টেনিস ক্রিকেটের এক অভূতপূর্ব ও ঐতিহাসিক আয়োজন হিসেবে যাত্রা শুরু করছে “কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫”। এটি মূলত কিংবদন্তী ক্রিকেট কার্নিভালের পূর্ববর্তী আসরগুলোতে ফাইনাল খেলায় অংশগ্রহণ করা দলগুলো নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্ট। যেখানে এবারের আসরে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত সেই ৯টি দল, যারা প্রতিবারই তাদের পারফরম্যান্স দিয়ে দর্শক, আয়োজক এবং প্রতিদ্বন্দ্বী দলগুলোর নজর কেড়েছে। সেই তালিকায় এবারও অত্যন্ত দৃঢ় প্রত্যয়ে শামিল হয়েছে লক্ষ্মীপুর রয়্যালস্।
রাজধানী ঢাকার মিরপুর-১৪ এর পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে দলগুলো। গ্রুপ ‘বি’-তে লক্ষ্মীপুর রয়্যালসের সঙ্গী হয়েছে ব্যাকব্যাঞ্চার্স, নাইন্টিজ মাস্টারমাইন্ডস ও চট্টগ্রাম উইজার্ড। অপরদিকে গ্রুপ ‘এ’ তে খেলবে নওয়াব ওল্ড ঢাকা, ডিএম সামাসের্স, মিলেনিয়াম টাইগার্স তেজগাঁও, মিরপুর কিংস এবং মিলেনিয়াম মাস্টার্স।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে ২৭, ২৮ জুন ও ৪ জুলাই। এরপর ৫ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।
লক্ষ্মীপুর রয়্যালসের খেলোয়াড়রা ইতিমধ্যেই তাদের জার্সি উন্মোচন করেছে যার মাধ্যমে ফুটে উঠেছে জেলার ইতিহাস ও ঐতিহ্য। এই জার্সিতে জেলার ছয়টি থানাকে প্রতীকীভাবে তুলে ধরতে রয়েছে ৬টি তারা চিহ্ন এবং মানচিত্রে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী নারিকেল, সুপারি, সয়াবিন ও ইলিশের চিত্র। দলটি বিশ্বাস করে, এই টুর্নামেন্ট কেবল একটি খেলার অংশই নয়, বরং নিজ জেলাকে প্রতিনিধিত্বের একটি বড় সুযোগ।
ক্রিকেটপ্রেমীদের জন্য এই টুর্নামেন্ট হতে যাচ্ছে দারুণ উপভোগ্য। মাঠের লড়াইয়ের পাশাপাশি বন্ধুত্ব, ঐতিহ্য, পেশাগত শ্রদ্ধা এবং ক্রীড়াচেতনার এক অপূর্ব সংমিশ্রণ হয়ে উঠবে কিংবদন্তী চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। লক্ষ্মীপুর রয়্যালসও সেই উৎসবের অগ্রভাগে থেকে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category